Ajker Patrika

পুরোনো বইয়েই যেন স্বপ্নের গল্পগাথা

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) 
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৭: ১৩
পুরোনো বইয়েই যেন স্বপ্নের গল্পগাথা

একটার ওপর আরেকটা, এভাবে থরে থরে সাজানো প্রাথমিক থেকে বিভিন্ন শ্রেণির বই। তবে সে সবই পুরোনো বই। বিনা মূল্যে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বই পেলেও সহায়ক হিসেবে গাইড বই কিনতে হয়। এ ছাড়া মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার পর থেকে শুরু হয় বই কেনার পালা। টাকার অভাবে নতুন বই কিনতে না পারা অনেক শিক্ষার্থীর জন্য পুরোনো বইই ভরসা।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পাশেই পুরোনো বইয়ের লাইব্রেরি। বই ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, পুরো উপজেলায় এটিই একমাত্র পুরোনো বইয়ের দোকান।

সরেজমিনে দেখা যায়, পুরোনো বইয়ের দোকান থেকে বই কিনতে ভিড় করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের নাম আরিফা আক্তার। এবার সে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ে। বছরের শুরুতেই গুরুত্বপূর্ণ বইগুলোর গাইড কিনতে এসেছে এখানে।

পুরোনো বই কেনা প্রসঙ্গে জানতে চাইলে কিছুটা ইতস্তত করে আরিফা বলে, তার বাবা দিনমজুরের কাজ করতেন। বছরখানেক আগে তিনি প্যারালাইজড হন। বর্তমানে খুব কষ্টে চলে তাদের সংসার। এ অবস্থায় নতুন বই কেনা সম্ভব না। যে কারণে পুরোনো বই কিনতে এসেছে সে। সহপাঠী কেউ কেউ এখান থেকে বই কিনে থাকে বলেও জানায় সে।

পুরোনো বইয়ের দোকানে কয়েকজন শিক্ষার্থী।ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল কলেজের রিয়াদ নামের একাদশ শ্রেণির শিক্ষার্থীকেও সেখান থেকে বই কিনতে দেখা যায়। কথা হলে রিয়াদ বলেন, ‘আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের পক্ষে পুরোনো বই কেনাই যেখানে কষ্টসাধ্য, সেখানে নতুন বই কেনা তো স্বপ্নের মতো। তা ছাড়া অর্ধেকের বেশি ছাড় পাচ্ছি পুরোনো বইয়ে।’

নাম প্রকাশ না করার শর্তে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর বলেন, ‘পরিবারে অভাব-অনটন, অসচ্ছলতা লেগেই আছে। কী আর করব, গ্র্যাজুয়েশন সম্পন্ন না করে কাজে ঢুকে পড়লে পড়াশোনা তো আর হবে না। তাই কয়েকটা টিউশনি করিয়ে নিজের খরচটা কোনোমতে চালাচ্ছি। এ অবস্থায় নতুন বই কেনা আমার সাধ্যের বাইরে। তাই পুরোনো বই কিনেই পড়ছি।’

বইয়ের দোকানে পাওয়া যায় শিরিনা আক্তার নামের এক অভিভাবককে। তিনি বলেন, ‘পুরোনো বইয়ের লাইব্রেরিটা হয়ে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। কম টাকায় ছেলেমেয়েদের বই কিনতে পারছি। আবার পড়া শেষ হলে ওনার (বই বিক্রেতা) কাছেই বিক্রি করে দিতে পারছি। এতে আমাদের মতো নিম্ন আয়ের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা করার সহজ পথ তৈরি হয়েছে।’

পুরোনো বইয়ের দোকানে কয়েকজন শিক্ষার্থী।পুরোনো বই ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, ‘আমি এই বইগুলো মূলত ঢাকা থেকে সংগ্রহ করি। তা ছাড়া অনেকে পড়ার পর বিক্রি করে দিলে সেগুলোও কিনি। অনেক দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা আমার এখানে বই কিনতে আসে। অনেক সময় তাদের কাছে টাকা কম থাকলেও কেনা দামে বিক্রি করে দিই।’

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বই পুরোনো হোক আর নতুন, পড়া তো একই। তা ছাড়া অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী রয়েছে, যাদের আসলে নতুন বই কেনার সামর্থ্য থাকে না। শিক্ষকদের বলি শিক্ষার্থীদের পুরোনো বই সংগ্রহের পরামর্শ দিতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত