Ajker Patrika

ময়মনসিংহে ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি
ময়মনসিংহে ৪ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলা থেকে ৭০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার রাতে মুক্তাগাছা উপজেলার রসুলপুর ও গফরগাঁও উপজেলার ষোলহাসিয়া থেকে তাঁদেরকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদক উদ্ধার অভিযান চালানো হয়। মুক্তাগাছা উপজেলার রসুলপুর থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. খোরশেদ আলম (২৭), মো. হারুন-অর-রশিদ (২৬) ও মো. উজ্জল হোসেন (২৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ঐদিনই গফরগাঁওয়ের ষোলহাসিয়া থেকে ২০ পিস ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম শরীফ (৩০) নামে আরও একজনকে আটক করা হয়। আটকদের আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত