ময়মনসিংহ প্রতিনিধি
প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-নেত্রকোনায় তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে। মেরামত শেষে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এই গ্যাস সরবরাহ শুরু হয়। সোমবার রাত ১১টা থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মিনিস্টার হাইটেক পার্কের পাশে ডিফেং ইকোনমিক জোন নামে একটি চীনা কোম্পানির পাইলিং কাজের সময় ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপলাইনটিতে আঘাত লাগায় এতে ফাটল ধরে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দিনভর গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখলেও মেরামতকাজের জন্য রাত ১১টার পর গ্যাসলাইনে সরবরাহ বন্ধ করা হয় বলে জানান তিতাস গ্যাস কোম্পানি ময়মনসিংহের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
তিনি বলেন, মঙ্গলবার দিনভর মেরামতকাজ শেষে রাত ৮টার দিকে সঞ্চালন লাইনটি চালু করা হয়। লাইনটি একদম ফাঁকা থাকায় গ্রাহকপর্যায়ে সঠিকভাবে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগবে।
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে ময়মনসিংহ ও নেত্রকোনার কয়েক হাজার মানুষ।
বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে মানুষের ভিড় জমতে দেখা যায়।
নগরীর বাসিন্দা সাইফুল ইসলাম সজল বলেন, দিনভর গ্যাস না থাকায় পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করতে বেগ পোহাতে হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-নেত্রকোনায় তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে। মেরামত শেষে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এই গ্যাস সরবরাহ শুরু হয়। সোমবার রাত ১১টা থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মিনিস্টার হাইটেক পার্কের পাশে ডিফেং ইকোনমিক জোন নামে একটি চীনা কোম্পানির পাইলিং কাজের সময় ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপলাইনটিতে আঘাত লাগায় এতে ফাটল ধরে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দিনভর গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখলেও মেরামতকাজের জন্য রাত ১১টার পর গ্যাসলাইনে সরবরাহ বন্ধ করা হয় বলে জানান তিতাস গ্যাস কোম্পানি ময়মনসিংহের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
তিনি বলেন, মঙ্গলবার দিনভর মেরামতকাজ শেষে রাত ৮টার দিকে সঞ্চালন লাইনটি চালু করা হয়। লাইনটি একদম ফাঁকা থাকায় গ্রাহকপর্যায়ে সঠিকভাবে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগবে।
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে ময়মনসিংহ ও নেত্রকোনার কয়েক হাজার মানুষ।
বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে মানুষের ভিড় জমতে দেখা যায়।
নগরীর বাসিন্দা সাইফুল ইসলাম সজল বলেন, দিনভর গ্যাস না থাকায় পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করতে বেগ পোহাতে হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৯ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে