Ajker Patrika

‘মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছি’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১০: ১০
‘মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছি’

যোগদানের দুই দিন পর মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। আজ মঙ্গলবার বিকেলে ত্রিশাল উপজেলার গ্রাম পুলিশদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিট পুলিশিং সমাবেশে সতর্কবার্তা হিসেবে এ তথ্য তুলে ধরেন তিনি।

পুলিশ সুপার বলেন, ‘আমি এখানে আসার আগেই জেনেছি এখানে মাদকের অনেক প্রকোপ রয়েছে। আমি এটা দেখতে চাই না। আমাদের কর্মকর্তারা এখানে রয়েছেন, আমার অনুরোধ, মাদকের সঙ্গে কারও কোনো সংশ্লিষ্টতা থাকলে আমাদের পবিত্র ইউনিফর্ম আপনার গায়ে থাকার দরকার নাই। আমরা মাদকমুক্ত ত্রিশাল দেখতে চাই। আমি মাদকের বিষয়ে কোনো ছাড় দেব না। আমি এ রকম পুলিশ দেখতে চাই, যারা সত্যিকার অর্থে জনগণের সেবক।’ 

এ সময় পুলিশ সুপার গ্রাম পুলিশের উদ্দেশে বলেন, ‘এখানে আমাদের গ্রাম পুলিশ রয়েছেন। আমরা মনে করি আপনারাও আমাদের পুলিশের অংশ। আপনাদের এই সমাজের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা জানেন, আপনাদের এলাকার কে গরু চোর, কে মাদক ব্যবসায়ী, আপনারা জানেন কার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, কে জনপ্রতিনিধি। অপরাধ নিয়ন্ত্রণে যিনি ভালো কাজ করবেন, কল্যাণ সভায় সামনের মাস থেকে তাঁদের (গ্রাম পুলিশ) পুরস্কৃত করা হবে।’ 

পরে ত্রিশাল উপজেলার ১১৩ জন গ্রাম পুলিশের মধ্যে কম্বল দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার, পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত