Ajker Patrika

২২ বছর পর বাবা-মাকে ফিরে পেলেন তানজিমা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
২২ বছর পর বাবা-মাকে ফিরে পেলেন তানজিমা

ঈশ্বরগঞ্জে হারিয়ে যাওয়ার ২২ বছর পর বাবা-মাকে ফিরে পেলেন তানজিমা। হারিয়ে যাওয়ার সময় তানজিমার বয়স ছিল ৬ বছর। বর্তমানে তাঁর বয়স ২৮ বছর, এবং তিনি তিন সন্তানের জননী। হারিয়ে যাওয়ার ২২ বছর পর গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়া আপন ঠিকানার মাধ্যমে হদিস মিলে তানজিমার। আজ শুক্রবার তিনি তাঁর গ্রামের বাড়ি পৌঁছান।

হারিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামে। তানজিমা ওই গ্রামের নূরুল হুদার মেয়ে।

আজ সরেজমিনে দেখা যায়, দীর্ঘ ২২ বছর পর ফিরে আসা সেই ছোট্ট তানজিমা দেখতে ভিড় করেছে আশপাশের কয়েক গ্রামের মানুষ। 

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ বছর বয়সে ১৯৯৯ সালে নানি জাহানারা খাতুনের সঙ্গে ঈশ্বরগঞ্জ থেকে ঢাকার মহাখালীর কড়াইল নানার বাড়িতে গিয়ে হারিয়ে যায় তানজিমা। পরে শান্তিবাগ এলাকার গোকরান মিয়া নামের এক ব্যাংক কর্মকর্তা তানজিমাকে লালন-পালন করে বিয়ে দেন। বর্তমানে স্বামী ও ৩ সন্তানকে নিয়ে বনশ্রী এলাকায় ভাড়া বাড়িতে বাস করছিলেন তানজিমা। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়া আপন ঠিকানার মাধ্যমে হদিস মিলে তানজিমার। এরপর তানজিমার ভাড়া বাসায় গিয়ে হাজির হন তাঁর বাবা-মা ও ভাই। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রামের বাড়িতে যেতে ঢাকা থেকে রওনা দেন তাঁরা।

তানজিমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জীবনের স্বপ্ন ছিল জন্মদাতা বাবা ও গর্ভধারিণী মাকে দেখার। তবে শৈশবে আমাকে যারা লালন-পালন করেছেন সেই ব্যাংক কর্মকর্তা আজ বেঁচে নেই। তাঁরা আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন, তাঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আপন ঠিকানার আর জে কিবরিয়াকে জানাই অশেষ ধন্যবাদ।’ 

প্রতিবেশী মো. ঈমান আলী বলেন, ‘মেয়েটা আমার প্রতিবেশী নাতি হয়, সে হারিয়ে যাওয়ার পর তাঁর বাবাকে নিয়ে আমি ঢাকা যাই। পকেটের পয়সা ফুরিয়ে যাওয়ায় ১১ দিন পর্যন্ত খেয়ে না খেয়েও নাতিকে খোঁজাখুঁজি করেছি। এরপর এক লোক ৫০০ টাকা দিলে 
আরও ১১ দিন, মোট ২২ দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাইনি। পরে হতাশ হয়ে বাড়ি ফিরে এসেছি। দীর্ঘ ২২ বছর পর হারানো নাতিকে আনন্দে বুকটা ভরে গেছে।’ 

মেয়ের বাবা নূরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, মেয়েকে পাগলের মত অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথায় পাইনি। একপর্যায়ে মেয়ের শোকে পানিতে পড়ে মরে যেতে চেয়েছিলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত