স্কুলের জায়গায় গড়ে তোলা দোকানপাট ৩৫ বছর পর উচ্ছেদ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image
নান্দাইলের বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে দোকানপাট। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলের বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৬ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। এ উচ্ছেদের ফলে দীর্ঘ ৩৫ ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার করা হয়েছে।

দোকানপাট উচ্ছেদের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ে জায়গায় গড়ে তোলা ২৬ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় ১৯৮৯ সালে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা বিদ্যালয়ের জায়গা দখল করে ২৬ দোকানপাট তৈরি করে। প্রভাবশালীরা বিদ্যালয়ে নামমাত্র ৫৪ থেকে ১২০ টাকা ভাড়া দিলেও বিগত ৮-১০ বছর ধরে ভাড়া দেয়নি। এ ছাড়া প্রভাবশালীদের দখলে থাকা দোকানপাট বিভিন্ন মোটা অঙ্কের টাকার জামানত নিয়ে ভাড়া দেওয়া হতো। ফলে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারেনি।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে জানা গেছে, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি বিদ্যালয়ের সামনে প্রভাবশালীদের দখলে থাকা ২৬ দোকানপাট ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযান দেখতে ভিড় করেন।

বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আমি ২০১২ সালে বিদ্যালয়ে যোগদান করি। কিন্তু এর আগে ৩৫ বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গা দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারিনি। গত কয়েক দিন আগে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের কাছে অভিযোগ দিলে উনি প্রভাবশালীদের হাত থেকে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত