নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলের বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৬ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। এ উচ্ছেদের ফলে দীর্ঘ ৩৫ ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার করা হয়েছে।
দোকানপাট উচ্ছেদের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ে জায়গায় গড়ে তোলা ২৬ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় ১৯৮৯ সালে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা বিদ্যালয়ের জায়গা দখল করে ২৬ দোকানপাট তৈরি করে। প্রভাবশালীরা বিদ্যালয়ে নামমাত্র ৫৪ থেকে ১২০ টাকা ভাড়া দিলেও বিগত ৮-১০ বছর ধরে ভাড়া দেয়নি। এ ছাড়া প্রভাবশালীদের দখলে থাকা দোকানপাট বিভিন্ন মোটা অঙ্কের টাকার জামানত নিয়ে ভাড়া দেওয়া হতো। ফলে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারেনি।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে জানা গেছে, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি বিদ্যালয়ের সামনে প্রভাবশালীদের দখলে থাকা ২৬ দোকানপাট ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযান দেখতে ভিড় করেন।
বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আমি ২০১২ সালে বিদ্যালয়ে যোগদান করি। কিন্তু এর আগে ৩৫ বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গা দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারিনি। গত কয়েক দিন আগে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের কাছে অভিযোগ দিলে উনি প্রভাবশালীদের হাত থেকে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করেন।
ময়মনসিংহের নান্দাইলের বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৬ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। এ উচ্ছেদের ফলে দীর্ঘ ৩৫ ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গা উদ্ধার করা হয়েছে।
দোকানপাট উচ্ছেদের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ে জায়গায় গড়ে তোলা ২৬ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় ১৯৮৯ সালে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা বিদ্যালয়ের জায়গা দখল করে ২৬ দোকানপাট তৈরি করে। প্রভাবশালীরা বিদ্যালয়ে নামমাত্র ৫৪ থেকে ১২০ টাকা ভাড়া দিলেও বিগত ৮-১০ বছর ধরে ভাড়া দেয়নি। এ ছাড়া প্রভাবশালীদের দখলে থাকা দোকানপাট বিভিন্ন মোটা অঙ্কের টাকার জামানত নিয়ে ভাড়া দেওয়া হতো। ফলে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারেনি।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে জানা গেছে, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি বিদ্যালয়ের সামনে প্রভাবশালীদের দখলে থাকা ২৬ দোকানপাট ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযান দেখতে ভিড় করেন।
বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আমি ২০১২ সালে বিদ্যালয়ে যোগদান করি। কিন্তু এর আগে ৩৫ বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিদ্যালয়ের জায়গা দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারিনি। গত কয়েক দিন আগে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের কাছে অভিযোগ দিলে উনি প্রভাবশালীদের হাত থেকে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করেন।
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
১ ঘণ্টা আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
২ ঘণ্টা আগেনিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক...
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন হল এবং কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি উঠেছে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ২ ডিসেম্বর নাম পরিবর্তনবিষয়ক কমিটি গঠন করে। কিন্তু প্রায় দেড় মাসেও কোনো অগ্রগতি...
২ ঘণ্টা আগে