Ajker Patrika

নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ অপর দুই জেলের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ২৩
নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ অপর দুই জেলের লাশ উদ্ধার

নেত্রকোনায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ অপর দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে লাশ দুটি উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গতকাল সোমবার সকালে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

গত রোববার রাত ৩টার দিকে ঝড়ে জেলার কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন অনীল চন্দ্র দাস (৪৫) ও দুলাল তালুকদার (৬০)। আজ মঙ্গলবার সকালে সোনাডুবি হাওর থেকে অনীলের লাশ উদ্ধার করা হয়। তা ছাড়া মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নিখোঁজ দুলাল তালুকদারের (৬০) লাশ গতকাল সোমবার সন্ধ্যায় উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সোমবার সকালে আব্দুল কুদ্দুসের (৩৮) লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অনীল চন্দ্র দাসের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহনগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুলাল তালুকদারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত