শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মজিবুর রহমান সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মজিবর রহমান গত বুধবার (১৬ নভেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার এনএস-১ পরীক্ষা করলে তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন জানান, মজিবর রহমান গত গত বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টেও ভুগছিলেন।
তিনি আরও জানান, বর্তমানে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রাগী ভর্তি রয়েছেন।
শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মজিবুর রহমান সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মজিবর রহমান গত বুধবার (১৬ নভেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার এনএস-১ পরীক্ষা করলে তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন জানান, মজিবর রহমান গত গত বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টেও ভুগছিলেন।
তিনি আরও জানান, বর্তমানে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রাগী ভর্তি রয়েছেন।
রাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৯ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
২০ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
৩০ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এ দাবি মানা না হলে কঠোর অবস্থানে যাবেন তারা।
৩০ মিনিট আগে