হালুয়াঘাট (ময়মনসিংহ)
ময়মনসিংহ–১ আসনে প্রার্থী হয়ে আলোচনায় আসা পরিচ্ছন্নতাকর্মী মোছাম্মৎ রোকেয়া বেগম ৪৪ ভোট পেয়েছেন। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হয়ে হাতের ছড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেন। গত রোববার (৭ জানুয়ারি) হালুয়াঘাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবিদুর রহমান ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।
কোনো প্রার্থী মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে রোকয়া জামানতও হারিয়েছেন।
ময়মনসিংহ–১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৩। রোকেয়া বেগম পেয়েছেন ৪৪ ভোট। এর মধ্যে ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রে পেয়েছেন ১৩ ভোট এবং হালুয়াঘাট উপজেলার ৯৪টি কেন্দ্র হতে তিনি পেয়েছেন ৩১ ভোট। বেশির ভাগ কেন্দ্রে কোনো ভোট পাননি।
এই আসনে ৭ জন প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম ৯৩ হাজার ৫৩১ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি জুয়েল আরেং পেয়েছেন ৭৩ হাজার ৮৫২ ভোট।
এ আসনটিতে আওয়ামী লীগের এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া রোকেয়াসহ জামানত হারিয়েছেন পাঁচজন। অন্য দলের মধ্যে জাতীয় পার্টির কাজল চন্দ্র মহন্ত (লাঙ্গল) পেয়েছেন ৪৬৭ ভোট, তৃণমূল বিএনপির মার্শাল মালেশ চিরান ২৭৫, ইসলামি ঐক্যজোটের মাহবুবুর রহমান ৩৫৮, বাংলাদেশ মুসলিম লীগের মুকলেছুর রহমান (হাতপাঞ্জা) ২২১ পেয়ে জামানত হারিয়েছেন।
এ আসনটি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৫২ জন। এতে হালুয়াঘাট উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৭ হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩৮১৬৮ জন, নারী ভোটার রয়েছে ১৩৯১৫০ জন এ ছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছে ১ জন। এই উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৬০৯টি।
অপর দিকে ধোবাউড়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৮ ২৮ জন। এর মধ্যে মহিলা ভোটার ৮৬ হাজার ৭০৩ এ ছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন। এতে ভোট পড়েছে ৬১ হাজার ৪৪ টি।
হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম জানান, নির্বাচনী আইন অনুযায়ী যে ভোট পড়েছে তার ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
ময়মনসিংহ–১ আসনে প্রার্থী হয়ে আলোচনায় আসা পরিচ্ছন্নতাকর্মী মোছাম্মৎ রোকেয়া বেগম ৪৪ ভোট পেয়েছেন। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হয়ে হাতের ছড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেন। গত রোববার (৭ জানুয়ারি) হালুয়াঘাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবিদুর রহমান ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।
কোনো প্রার্থী মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে রোকয়া জামানতও হারিয়েছেন।
ময়মনসিংহ–১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৩। রোকেয়া বেগম পেয়েছেন ৪৪ ভোট। এর মধ্যে ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রে পেয়েছেন ১৩ ভোট এবং হালুয়াঘাট উপজেলার ৯৪টি কেন্দ্র হতে তিনি পেয়েছেন ৩১ ভোট। বেশির ভাগ কেন্দ্রে কোনো ভোট পাননি।
এই আসনে ৭ জন প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম ৯৩ হাজার ৫৩১ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি জুয়েল আরেং পেয়েছেন ৭৩ হাজার ৮৫২ ভোট।
এ আসনটিতে আওয়ামী লীগের এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া রোকেয়াসহ জামানত হারিয়েছেন পাঁচজন। অন্য দলের মধ্যে জাতীয় পার্টির কাজল চন্দ্র মহন্ত (লাঙ্গল) পেয়েছেন ৪৬৭ ভোট, তৃণমূল বিএনপির মার্শাল মালেশ চিরান ২৭৫, ইসলামি ঐক্যজোটের মাহবুবুর রহমান ৩৫৮, বাংলাদেশ মুসলিম লীগের মুকলেছুর রহমান (হাতপাঞ্জা) ২২১ পেয়ে জামানত হারিয়েছেন।
এ আসনটি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৫২ জন। এতে হালুয়াঘাট উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৭ হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩৮১৬৮ জন, নারী ভোটার রয়েছে ১৩৯১৫০ জন এ ছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছে ১ জন। এই উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৬০৯টি।
অপর দিকে ধোবাউড়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৮ ২৮ জন। এর মধ্যে মহিলা ভোটার ৮৬ হাজার ৭০৩ এ ছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন। এতে ভোট পড়েছে ৬১ হাজার ৪৪ টি।
হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম জানান, নির্বাচনী আইন অনুযায়ী যে ভোট পড়েছে তার ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
রাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
২১ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৭ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগে