অসাম্প্রদায়িকতার বার্তা দিতে মুক্তিযোদ্ধার ৩০০ কিলোমিটার পদযাত্রা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬: ০৫

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার বার্তা পৌঁছে দিতে বিজয়ের মাস ডিসেম্বরে ৩০০ কিলোমিটার পথ হাঁটছেন ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল (৭০)। ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গত শুক্রবার ভোর ৬টার দিকে তিনি এই পদযাত্রা শুরু করেন। যাত্রাপথে আজ মঙ্গলবার তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরতি নেন।

এ সময় তাঁকে জেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা হাফিজা জেসমিন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার (কমান্ডার), ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কয়েক জন কবি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গত শুক্রবার ভোর ৬টার দিকে তিনি হাঁটা শুরু করেন। ফুলবাড়িয়া, ভালুকা, ত্রিশাল হয়ে ময়মনসিংহের ১৩টি উপজেলা এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তিনি হাঁটবেন। আগামী ১০ ডিসেম্বর তিনি হালুয়াঘাট থেকে ময়মনসিংহ পর্যন্ত ৫০ কিলোমিটার হেঁটে আসবেন। ওই দিন বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আনুষ্ঠানিকভাবে তাঁর পদযাত্রার সমাপ্তি হবে।

এ নিয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, ‘এটি তাঁর চতুর্থ পদযাত্রা। নতুন প্রজন্মসহ সব বয়সী মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার বার্তা পৌঁছে দিতে ৩০০ কিলোমিটার পথ হাঁটছি। ব্যক্তি বিমল পাল হিসেবে নয়, সব মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি হাঁটছি। যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধের হয়েছিল, সেই চেতনা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই এই চেতনা ছড়িয়ে দিতে আমি হাঁটতেই থাকব।’

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল আরও বলেন, ‘এর আগে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ পর্যন্ত ৫০ কিলোমিটার হেঁটেছিলাম। শুধু তা-ই নয় একুশে পদকপ্রাপ্ত ময়মনসিংহের তিন গুণী ব্যক্তির সম্মানে পায়ে হেঁটে তাঁদের বাড়ি পরির্দশনেও গিয়েছি।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা হাফিজা জেসমিন বলেন, ‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার বার্তা পৌঁছে দিতে ৩০০ কিলোমিটার পদযাত্রার উদ্যোগটি সত্যিই অনেক প্রশংসনীয় ও গর্বের বিষয়। ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত