খালিয়াজুরীতে সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৫: ৫৯
Thumbnail image

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা খাদ্যগুদাম থেকে অবৈধভাবে বিক্রয় হওয়া প্রায় সাড়ে ১৭ টন (৩৫৪ বস্তা) চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার রাতে পৌনে ১১টার দিকে রসুলপুর ঘাটে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় লুৎফুর মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হলেও শনিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা খাদ্যগুদাম থেকে ১৭ টন ৫৫৪ কেজি সরকারি চাল শুক্রবার রাতে বের করে ওই উপজেলার রসুলপুর ধনু নদের ঘাটে নেওয়া হয়। স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে জানায়। পরে খবর পেয়ে খালিয়াজুরীর সহকারী কমিশনার (ভূমি) সামিন সারোয়ার রসুলপুর ঘাটে গিয়ে চালগুলো জব্দ করেন।

সহকারী কমিশনার (ভূমি) সামিন সারোয়ার বলেন, সরকারি গুদামের বিতরণের জন্য নির্ধারিত চাল ক্রয়-বিক্রয়ের অনুমতি না থাকায় তা জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যে ব্যবসায়ীর কাছে চালগুলো পাওয়া গেছে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা বলেন, ‘চালগুলো টিআর কাবিখার। এগুলো উপজেলা পরিষদ চেয়ারম্যান নিচ্ছিলেন। শুক্রবার বিকেলে এগুলো বের করা হয়েছে। নির্ধারিত ডিওর মাধ্যমে চালগুলো বের হয়েছে। তারা বের করে কী করবে আমরা তা জানি না।’

জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বানি জব্বার বলেন, ‘এই চালের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে শুনেছি এগুলো কাবিখা প্রকল্পের চাল। প্রকল্পের সভাপতিরা তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন।’

খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাশার বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, চালগুলো জব্দ করা হয়েছে। আর এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে বলেন,  বিধি মোতাবেক বিষয়টি সমাধান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত