Ajker Patrika

ত্রিশালে অপহরণের ৯ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২১, ১৭: ৩৬
ত্রিশালে অপহরণের ৯ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অপহরণের ৯ দিন পর ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে ত্রিশাল থানার পুলিশ। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টায় গাজীপুর থেকে মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম শামীম মিয়া। সে পাটুলী গ্রামের আবুল বাশারের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, মেয়েটি ত্রিশাল উপজেলার পাটুলী গ্রামের এম এ খালেক মহিলা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় যাওয়া–আসার পথে পাটুলী গ্রামের আবুল বাশারের ছেলে শামীম মিয়া মেয়েটিকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। ৩ জুন বিকাল ৫টার দিকে অভিযুক্ত শামীম মিয়া ব্যক্তিগত কাজে বাজারে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এদিকে ভুক্তভোগীর বাবা মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা তদন্তকালে প্রযুক্তির সহায়তায় ত্রিশাল থানার পুলিশ অভিযুক্ত শামীমের অবস্থান সম্পর্কে জানতে পারে। পরে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, `আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পেরে রোববার মধ্যরাতে অপহৃত ওই শিক্ষার্থীকে গাজীপুর থেকে উদ্ধার করি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত