Ajker Patrika

সড়কে পড়ে ছিল নারীর রক্তাক্ত লাশ, পাশে ২ বছরের জীবন্ত শিশু

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ১৫: ৪৮
সড়কে পড়ে ছিল নারীর রক্তাক্ত লাশ, পাশে ২ বছরের জীবন্ত শিশু

নেত্রকোনার পূর্বধলায় সড়কে পড়ে ছিল অজ্ঞাত এক নারীর (৩০) রক্তাক্ত লাশ, পাশেই দুই বছর বয়সী জীবিত এক ছেলেশিশু। নিহত ওই নারীর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের কয়েকটি ক্ষত। শিশুটির মাথায়ও আঘাতের চিহ্ন। আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে একটি কাঁচা সড়কে পড়ে থাকা অবস্থায় মায়ের মৃতদেহ ও শিশুটিকে উদ্ধার করে পুলিশ। বেলা ১টা পর্যন্ত তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোরে উপজেলার কাছিয়াকান্দা গ্রামের এক ব্যক্তি গ্রামের একটি মাটির সড়কের ওপর ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃতদেহ ও তাঁর পাশে একটি দুই বছর বয়সী শিশুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে ওই শিশুটি জীবিত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়। 

পূর্বধলা থানার ওসি মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, ওই নারীর মাথায় বেশ কয়েকটি আঘাতের ক্ষত রয়েছে। আর শিশুটির মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই। বিকেলে ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত