শ্রীবরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ২

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ১৬: ০১
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৬: ১২

শেরপুরের শ্রীবরদীতে ছোট ভাই আশরাফুল ইসলাম দুলালকে (৫০) খুন করায় তাঁর আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রাণীশিমুলের রাণীশিমুল হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন মৃতের বড় ভাই আমিনুল ইসলাম বেলাল ও ছোট ভাই মো. লিটন মিয়া (৩৫)। তাঁরা রাণীশিমুল হিন্দুপাড়া এলাকার আ. ছালামের ছেলে। 

জানা গেছে, জমি নিয়ে বড় ভাই আমিনুল ইসলাম বেলালের সঙ্গে ছোট ভাই আশরাফুল ইসলাম দুলালের বিরোধ চলছিল। আজ সকালে দুলাল ঘর করার জন্য কাজ করছিল। নতুন ঘর করার শুরুতে অনেককেই মিষ্টি ও বিস্কুট বিতরণ করছিলেন তিনি। সেই মিষ্টি ও বিস্কুট নিয়ে বড় ভাই বেলালের ঘরে যাওয়ামাত্রই ধারালো দা দিয়ে দুলালকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় এলাকাবাসী বেলালকে আটক করে। ঘটনার পর দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আব্দুস সোবহান আল সাঈদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুলাল মিয়া মারা যান। তাঁর শরীরে অনেকগুলো কোপের আঘাত রয়েছে। আঘাতগুলো খুবই গভীর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় দুই ভাইকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত