Ajker Patrika

মমেক করোনা ইউনিটে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯৪ জন

ময়মনসিংহ প্রতিনিধি
মমেক করোনা ইউনিটে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯৪ জন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। 

মৃতরা হলেন, জেলার ভালুকা উপজেলার লালমোহন (৭০) ও শেরপুর জেলার নকলা উপজেলার হারুন আর রশিদ (৬০)। 

আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। 

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৪৬ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।’ 

এ বিষয়ে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৪৪টি নমুনা পরীক্ষা করে ৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত