Ajker Patrika

হেরোইনসহ আটক নেত্রকোনায় ছাত্রলীগ নেতা কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৭: ৩৬
হেরোইনসহ আটক নেত্রকোনায় ছাত্রলীগ নেতা কারাগারে

নেত্রকোনায় আবারও হেরোইন নিয়ে ছাত্রলীগের নেতা আবু রায়হান প্রবানসহ (৩২) দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে তাদের আটক করা হয়। 

নেত্রকোনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–পূর্ব) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

গ্রেপ্তার আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি গত বছরেও মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ছিলেন। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন তফসির খান (২৫)। 

গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদে ভিত্তিতে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালানো হয়। পরে জনসম্মুখে প্রবানের শরীর তল্লাশি করে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তার সহযোগী তফসির খানকেও গ্রেপ্তার করা হয়।’ 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগে মাদকসেবী ও কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। প্রবানের বিরুদ্ধে আজই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত