জামালপুর-৪: অসহযোগিতার অভিযোগে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৮
Thumbnail image

দলের অসাংগঠনিক কর্মকাণ্ড, দুর্বল নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার অভিযোগে তুলে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

আজ শনিবার বেলা ৩টায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তৃণমূল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম টুকন (সোনালী আঁশ) এ ঘোষণা দেন। 

লিখিত বক্তব্যে তৃণমূল বিএনপিকে একটি নামধারী সংগঠন হিসেবে উল্লেখ করে সাইফুল ইসলাম টুকন বলেন, ‘আমার মতো সংগঠকের জন্য এমন সংগঠনের কোনো প্রয়োজন নেই। সঠিক নেতৃত্বের জন্য এ সংগঠন নয় বিধায় তৃণমূল বিএনপি থেকে সকল সম্পর্ক ছিন্ন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।’ 

প্রতীক বরাদ্দের পর থেকে তিনি পোস্টার, মাইকিং ও গণসংযোগ করে যাচ্ছিলেন। কেন্দ্রের সহযোগিতা না পেয়ে চরম হতাশায় পড়েছিলেন। সংবাদ সম্মেলনের সময় ব্যবসায়ী জাভেদ ওয়ারেছ সোহেলসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত