সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে মহাসড়কসহ বসতভিটা হুমকির মুখে পড়েছে। খুব শিগগির জিও ব্যাগ ফেলা না হলে স্থানীয়দের আতঙ্ক কাটবে না বলে জানিয়েছেন পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
স্থানীয়রা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকায় নদীর তীররক্ষা বাঁধের প্রায় ২০ মিটারে ধস দেখা দিয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বানভাসিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাঁধে ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ বাঁধ ভেঙে গেলে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। সম্প্রতি পিংনা উত্তরপাড়া এলাকার ছকমানের (ছক্কার) বাড়ি সংলগ্ন যমুনার বামতীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়।
এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এ বাঁধ ভেঙে গেলে আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না। শত শত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে। এ নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। এ ছাড়া বাঁধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে।’
পিংনা ইউপি চেয়ারম্যান বলেন, বন্যার পানি কমলেও নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা উচিত। তা না হলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছে। নদীর বাম তীররক্ষা বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে মহাসড়কসহ বসতভিটা হুমকির মুখে পড়েছে। খুব শিগগির জিও ব্যাগ ফেলা না হলে স্থানীয়দের আতঙ্ক কাটবে না বলে জানিয়েছেন পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
স্থানীয়রা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকায় নদীর তীররক্ষা বাঁধের প্রায় ২০ মিটারে ধস দেখা দিয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বানভাসিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাঁধে ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ বাঁধ ভেঙে গেলে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। সম্প্রতি পিংনা উত্তরপাড়া এলাকার ছকমানের (ছক্কার) বাড়ি সংলগ্ন যমুনার বামতীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়।
এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এ বাঁধ ভেঙে গেলে আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না। শত শত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে। এ নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। এ ছাড়া বাঁধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে।’
পিংনা ইউপি চেয়ারম্যান বলেন, বন্যার পানি কমলেও নদীর বাম তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা উচিত। তা না হলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছে। নদীর বাম তীররক্ষা বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
৮ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগে