মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে দুই পদে প্রায় সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি এই কমিটি। এ ছাড়া অনুমোদন হয়নি নতুন কমিটির। এ নিয়ে অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
তাঁদের অভিযোগ, বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুপস্থিতি এবং সাবেক ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের তালবাহানায় পিছিয়ে রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। কমিটি হওয়ার পর থেকেই বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সারা বছরেই পড়ে থাকেন ঢাকায়। বছরে এক দিনও দেখা মেলে না তাঁর। যে কারণে দীর্ঘ সময় পরও বর্তমান কমিটি পূর্ণাঙ্গ হয়নি। তাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে অচিরেই নতুন কমিটি অনুমোদনের দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ছয় বছর আগে এ কে এম ফরিদউল্লাহকে সভাপতি এবং হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। দুই পদের ওই কমিটির সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি বর্তমান কমিটি, কিংবা অনুমোদন হয়নি নতুন কমিটির।
ছাত্রলীগ নেতারা আরও বলেন, অচিরেই নতুন কমিটির অনুমোদন না হলে ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার মতো এবং রাজপথে সক্রিয় অনেক নেতাকর্মীর বয়স থাকবে না। তাই ত্যাগী ছাত্রলীগ কর্মীরা যেন বঞ্চিত না হন, সেই দিকে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান বলেন, ‘আমরা চাই দীর্ঘদিনের প্রত্যাশিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে রাজপথে শ্রম-ঘাম ঝরানো সাংগঠনিক ও পরীক্ষিত কর্মীরা যেন যোগ্য স্থান পায়।’ এ ছাড়া কোনো বিবাহিত কিংবা মাদকসেবী যেন কমিটিতে স্থান না পায়— এ বিষয়ে জেলা নেতৃবৃন্দদের সুদৃষ্টি কামনা করেন সিজান।
সিনিয়র ছাত্রলীগ নেতা রানা আহমেদ বলেন, ‘বর্তমান জেলা ছাত্রলীগের নেতারা অত্যন্ত সুসংগঠক। আশা করছি, তাদের সুচিন্তা এবং দিকনির্দেশনায় নতুন কমিটির মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ফের সুসংগঠিত হবে।’
পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন আকন্দ বলেন, দীর্ঘ সময় পরও উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় এবং নতুন করে কমিটি না হওয়ায় অন্যান্য উপজেলার তুলনায় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক কার্যক্রমে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি অনুমোদনের দাবি জানান তিনি। আল আমিন আরও বলেন, নতুন কমিটি এবং নতুন নেতৃত্ব পেলেই উপজেলার সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা পুনরায় উজ্জীবিত হবেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদউল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে আমি চাই নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রলীগ সুসংগঠিত হোক।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে দুই পদে প্রায় সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি এই কমিটি। এ ছাড়া অনুমোদন হয়নি নতুন কমিটির। এ নিয়ে অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
তাঁদের অভিযোগ, বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুপস্থিতি এবং সাবেক ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের তালবাহানায় পিছিয়ে রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। কমিটি হওয়ার পর থেকেই বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সারা বছরেই পড়ে থাকেন ঢাকায়। বছরে এক দিনও দেখা মেলে না তাঁর। যে কারণে দীর্ঘ সময় পরও বর্তমান কমিটি পূর্ণাঙ্গ হয়নি। তাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে অচিরেই নতুন কমিটি অনুমোদনের দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ছয় বছর আগে এ কে এম ফরিদউল্লাহকে সভাপতি এবং হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। দুই পদের ওই কমিটির সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি বর্তমান কমিটি, কিংবা অনুমোদন হয়নি নতুন কমিটির।
ছাত্রলীগ নেতারা আরও বলেন, অচিরেই নতুন কমিটির অনুমোদন না হলে ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার মতো এবং রাজপথে সক্রিয় অনেক নেতাকর্মীর বয়স থাকবে না। তাই ত্যাগী ছাত্রলীগ কর্মীরা যেন বঞ্চিত না হন, সেই দিকে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান বলেন, ‘আমরা চাই দীর্ঘদিনের প্রত্যাশিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে রাজপথে শ্রম-ঘাম ঝরানো সাংগঠনিক ও পরীক্ষিত কর্মীরা যেন যোগ্য স্থান পায়।’ এ ছাড়া কোনো বিবাহিত কিংবা মাদকসেবী যেন কমিটিতে স্থান না পায়— এ বিষয়ে জেলা নেতৃবৃন্দদের সুদৃষ্টি কামনা করেন সিজান।
সিনিয়র ছাত্রলীগ নেতা রানা আহমেদ বলেন, ‘বর্তমান জেলা ছাত্রলীগের নেতারা অত্যন্ত সুসংগঠক। আশা করছি, তাদের সুচিন্তা এবং দিকনির্দেশনায় নতুন কমিটির মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ফের সুসংগঠিত হবে।’
পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন আকন্দ বলেন, দীর্ঘ সময় পরও উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় এবং নতুন করে কমিটি না হওয়ায় অন্যান্য উপজেলার তুলনায় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক কার্যক্রমে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি অনুমোদনের দাবি জানান তিনি। আল আমিন আরও বলেন, নতুন কমিটি এবং নতুন নেতৃত্ব পেলেই উপজেলার সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা পুনরায় উজ্জীবিত হবেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম ফরিদউল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে আমি চাই নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রলীগ সুসংগঠিত হোক।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ডি এ কে টেক্সটাইল মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৬ মিনিট আগেসনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৭ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৯ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে