ছাত্র হত্যা মামলায় শেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২৩: ০৯
Thumbnail image

শেরপুরে ছাত্র হত্যা মামলায় মো. ফকরুজ্জামান নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে শ্রীবরদী পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ফকরুজ্জামান উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) পুলক কুমার রায় আজকের পত্রিকাকে জানান, শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতের নির্দেশে গ্রেপ্তার ফকরুজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের ছোড়া গুলিতে সবুজ মিয়া (১৯) নিহত হন। সবুজ শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের পূর্ব রূপারপাড়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন। 

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে গত ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ফকরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত