আমার বাড়ি-গাড়ি নেই, আছে শুধু আপনাদের ভালোবাসা: মতিয়া চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬: ৩৪
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭: ২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নৌকার প্রার্থী ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘জীবনে কোনো দিন দামি গাড়িতে চড়িনি, দামি কাপড় পরিনি, দামি খাবার খাইনি, বিলাসী জীবন যাপন করিনি। শুধু নকলা-নালিতাবাড়ীর উন্নয়ন নিয়ে ভেবেছি। আমার কোনো বাড়ি-গাড়ি নেই। আছে শুধু আপনাদের ভালোবাসা।’

গতকাল মঙ্গলবার রাতে শেরপুরের নকলা পৌর শহরের পশ্চিম বাজারে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। 

মতিয়া চৌধুরী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষ আমার প্রাণের স্পন্দন। যত দিন আল্লায় আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি আপনাদের সেবা করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে যেতে চাই।’ 

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসাই আমার চলার পথের একমাত্র পাথেয়। ইলেকশনের দিন আপনারা সবাই সকাল সকাল নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে যাঁর যাঁর কাজ করবেন।’ 

তিনি বলেন, ‘কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমারও ভুল থাকতে পারে, ভুল হতে পারে। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিয়ে আবারও বিপুল ভোটে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।’ 

নকলা বাজারের ব্যবসায়ী বীর মুক্তযোদ্ধা আবুল মুনসুর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল।

সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, স্থানীয় ট্রাক ও কাভার্ড ভ্যান বন্দোবস্তকারী সমিতির সভাপতি বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ।

আরও বক্তব্য দেন ইটভাটা ব্যবসায়ীদের পক্ষে আনিসুর রহমান সোজা, মিল মালিক সমিতির পক্ষে জয়েন উদ্দিন, সার ডিলার সমিতির পক্ষে বাবু কৃষ্ণ কান্তি রায়, জুতা ব্যবসায়ীদের পক্ষে লিটন মিয়া, ওষুধ ব্যবসায়ীদের পক্ষে দেবজিৎ বণিক, কাপড় ব্যবসায়ীদের পক্ষে মুসা কলিমুল্লাহ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত