Ajker Patrika

ইসলামপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ১২: ১১
ইসলামপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ

জামালপুরের ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষগ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন শহিদুর রহমান নামে এক কৃষক। তিনি ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে আজ সোমবার বিকেলে জামালপুরের পুলিশ সুপার, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় প্রেসক্লাব বরাবর ‘ইসলামপুর থানার এসআই দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষগ্রহণসহ আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল প্রসঙ্গে’ লিখিত অভিযোগ করেছেন ওই কৃষক। 

অভিযোগকারী শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জমি থেকে প্রতিপক্ষ সরিষা তুলে নিলেও ঘুষের দাবিকৃত টাকা না পেয়ে উল্টো আমাদের “চোর” বানিয়ে এসআই দেলোয়ার আদালতে প্রতিবেদন দিয়েছেন। এখন মিথ্যা প্রতিবেদনেই আমাদের জেলহাজতে যেতে হতে পারে।’ 

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ যে কেউ করতেই পারে। তবে আমি কোনো অন্যায় কাজ করিনি। যা করেছি, তা আইনসিদ্ধ।’ 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এসআই মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত