সোনার মানুষের বড়ই অভাব: ইলিয়াস কাঞ্চন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ১৭
Thumbnail image

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। পঙ্গুত্ব বরণ করে বোঝা হচ্ছে পরিবারের। তার পরও সড়কে ফিরছে না শৃঙ্খলা। সচেতন হচ্ছে না মানুষ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা ও সচেতনতার পাশাপাশি মানুষের আচরণের পরিবর্তন জরুরি। সোনার বাংলা গড়ে তুলতে দেশে সোনার মানুষের বড়ই অভাব। এসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১০টি পরিবারের মধ্যে ঘর বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার বিকেলে বিরিশিরিতে এ অনুষ্ঠান হয়।

বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্ত্থা আরেংয়ের সঞ্চালনায় নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস ছালাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব লিটন আসাদ প্রমুখ। 

আলোচনা শেষে কালচারাল একাডেমির শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ইলিয়াস কাঞ্চন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত