‘বখে’ যাওয়া মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করলেন মা

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০০: ১৭

মায়ের নিষেধ অমান্য করে গভীর রাতে এক ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে মেয়ে। নিষেধ করলেই উচ্ছৃঙ্খল আচরণ করে, ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ মাকে মারধরও করে। একপর্যায়ে ধৈর্য হারিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েকে হত্যা করেন মা। পরে পুলিশের হাত থেকে রক্ষা পেতে মেয়ের স্বাভাবিক মৃত্যুর গল্প সাজান।

হত্যার শিকার ওই তরুণীর মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার শ্বাসরোধে হত্যার বিষয়টি জানা গেলে পুলিশের জিজ্ঞাসাবাদে সব তথ্য দিতে থাকেন মা। আজ মঙ্গলবার ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আদালতে তিনি মেয়েকে হত্যার বিষয়ে জবানবন্দিও দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম।

এ ঘটনা ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার দরুন বৈরাটি গ্রামে। ওই নারী নাম—জোসনা বেগম (৪৭)। তিনি উপজেলার দরুন বৈরাটি গ্রামের মৃত এমএল মিয়ার স্ত্রী। তাঁর মেয়ের নাম সুমী কাউছার (১৮)। ২০২১ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন সুমী। পরে পারিবারিক দ্বন্দ্ব ও অর্থনৈতিক কারণে কলেজে ভর্তি হননি তিনি।

পুলিশ বলছে, ‘২০২২ সালের ২২ আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়ির পূর্ব পাশে টয়লেটে যায় সুমী কাউছার। টয়লেট শেষে চিৎকার দিলে মা জোসনা বেগম দৌড়ে গিয়ে তাঁকে ঘরে নিয়ে আসেন। পরে সুমী বুক জ্বলছে বলে চিৎকার করে, একপর্যায়ে মারা যায়।’ এমন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় পরদিন থানায় অপমৃত্যু মামলা হয়।

কয়েক মাস পর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পর্যালোচনায় দেখা যায়—সুমীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। কিন্তু বিভিন্ন কৌশল এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করেও ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হচ্ছিল না।

পুলিশ আরও জানায়, মামলা তদন্তকালীন ঘটনাচক্রে সন্দেহের তির যায় সুমীর মা জোসনার দিকে। অবশেষে গত রোববার ওসি রাশেদুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার কৌশলী জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জোসনা বেগম নিজের মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করেও মামলার কোনো কূল-কিনারা করা যাচ্ছিল না। শেষে জোসনা বেগম আমাদের কৌশলী প্রশ্নে মেয়েকে হত্যার ঘটনা স্বীকার করেন। জোসনা বেগম মেয়েকে হত্যার কারণ হিসেবে জানান-নিষেধ করা সত্ত্বেও সুমী এক ছেলের সঙ্গে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনে কথা বলতেন। তাঁকে বাধা দিলে উচ্ছৃঙ্খল আচরণ করতে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। এমনি একাধিকবার মাকে মারধরও করেছে সুমী।’

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন গভীর রাত পর্যন্ত সুমী মোবাইল ফোনে কথা বলতে থাকেন। নিষেধ করলে সেদিনও মাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওড়না পেঁচিয়ে সুমীকে হত্যা করেন জোসনা বেগম।’

ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘ঘটনা স্বীকার করার পর জোসনা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে আজ (মঙ্গলবার) বিকেলে তাকে আদালতে পাঠানো হলে, মেয়েকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত