Ajker Patrika

জামালপুর নার্সিং ইনস্টিটিউটে ৩২ জন করোনায় আক্রান্ত, ক্লিনিক সেবা বন্ধ

জামালপুর প্রতিনিধি
জামালপুর নার্সিং ইনস্টিটিউটে ৩২ জন করোনায় আক্রান্ত, ক্লিনিক সেবা বন্ধ

জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ৩২ জন ছাত্র-ছাত্রীর করোনা শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো স্বাস্থ্য বিভাগে। জেলায় গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুরে নার্সিং ইনস্টিটিউটে রয়েছেন ৩২ জন শিক্ষার্থী। এতে হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অবস্থা পর্যবেক্ষণ করে নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের হাসপাতালের ক্লিনিক্যাল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

জামালপুরে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। তার মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রী রয়েছেন ৩২ জন। নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের হাসপাতালের সেবা প্রদান বন্ধ করে দিয়েছে। ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা না থাকায় তারা আতঙ্কিত হচ্ছেন। তবে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ রানী রহমান জানিয়েছেন, আক্রান্তদের বেশির ভাগকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, ডা. মো. মাহফুজুর রহমান বলেন, সারা দেশের মতো জামালপুরে করোনা সংক্রমণ মহামারি আকার করছে। নার্সিং ইনস্টিটিউটের ৩২ জন ছাত্র-ছাত্রীর করোনা পজিটিভ হয়েছে।। এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকসহ ১১ জন চিকিৎসক এবং ৪ জন সিনিয়র নার্স করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। করোনা সেবায় হাসপাতালে একটি ইউনিট চালু রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত