নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু তোলার দায়ে ২৫ ড্রেজার ও শতাধিক পাইপ ধ্বংস

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪৬
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৫টি ড্রেজার মেশিন (খননযন্ত্র) ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তাড়ানি ও নাকুগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদের ইজারা–বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল অসাধু কিছু বালু ব্যবসায়ী। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত ২৫টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়।

এ ছাড়া কেউ যেন নদ থেকে অবৈধভাবে বালু পরিবহন করতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে ভেকু দিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তা কেটে দেওয়া হয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়।

এতে ইউএনও মাসুদ রানার সঙ্গে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রাম পুলিশ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাসুদ রানা বলেন, ইজারা–বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত