Ajker Patrika

শপথের আগেই সড়কে প্রাণ গেল ইউপি সদস্যের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শপথের আগেই সড়কে প্রাণ গেল ইউপি সদস্যের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শপথ গ্রহণের আগেই সড়কে প্রাণ হারালেন নবনির্বাচিত ইউপি সদস্য আমজাদ হোসেন (৫৩)। আজ শনিবার সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় জামালপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আমজাদ হোসেন উপজেলার মাহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রঘুনাথপুর গ্রামের বাড়ি থেকে শনিবার সকালে ইউপি সদস্য আমজাদ হোসেন মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের ধনবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে জামালপুর-ঢাকা মহা সড়কের দিগপাইত এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল বলেন, গত ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে আমজাদ হোসেন তাঁর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হন। গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার নাম গেজেটভুক্ত করে। সড়ক দুর্ঘটনায় শপথের আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 

নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান হাবিব বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত