Ajker Patrika

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে গণ স্বাক্ষর কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে গণ স্বাক্ষর কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে একটি মহল শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া, বালিজুরিসহ ঝিনাইগাতী, নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও পাহাড় ধ্বংস করছে। এ ব্যাপারে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু লোক দেখানো দু-একটি অভিযান পরিচালনা করলেও থেমে নেই বালু উত্তোলন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ও পাহাড় বাঁচানোর দাবি জানান বক্তারা।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে গণ স্বাক্ষর কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে গণ স্বাক্ষর কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন ব্যারিস্টার মো. শাহাদাৎ হোসেন জিকু, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রোকুনুজ্জামান রুকন, সমাজসেবক মো. রুমান, মো. সুমন, সুলতান মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত