ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন।
মৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার আলাউদ্দিনের মেয়ে রিমা (২০)।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফিলিং স্টেশনের পাশ থেকে ইউটার্ন করার সময় গার্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে ২ জনের মৃত্যু হয়। বাকি ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
ত্রিশাল থানার এসআই আমিনুল বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে এরা মুনজিম গার্মেন্টসের শ্রমিক।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত দুজনই ভালুকা উপজেলার বাসিন্দা। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।
ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন।
মৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার আলাউদ্দিনের মেয়ে রিমা (২০)।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফিলিং স্টেশনের পাশ থেকে ইউটার্ন করার সময় গার্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে ২ জনের মৃত্যু হয়। বাকি ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
ত্রিশাল থানার এসআই আমিনুল বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে এরা মুনজিম গার্মেন্টসের শ্রমিক।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত দুজনই ভালুকা উপজেলার বাসিন্দা। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
২ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১৫ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
২১ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
৩৬ মিনিট আগে