নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে লোকনাট্যের নামে নারীদের ‘অশ্লীল’ নৃত্য পরিচালনার অভিযোগে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। গতকাল রোববার রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের এ যাত্রাপালা অনুষ্ঠান বন্ধ করা হয়।
লোকনাট্যের অনুমোদন নিয়ে বলাকা শিল্পগোষ্ঠী নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। তবে যাত্রার নামে সেখানে নারীদের অশ্লীল নৃত্য চলতে থাকে। খবর পেয়ে ইউএনও মো. শাহ আলম মিয়া গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ, মদন থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খানসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বলাকা শিল্পগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের লোকনাট্যের অনুমোদন দেয় প্রশাসন। গত ১৮ এপ্রিল থেকে অনুষ্ঠান শুরু হয়। কিন্তু লোকনাট্যের নামে চলছিল নারীদের অশ্লীল নৃত্য। এর আড়ালে চলছিল জুয়া ও মাদকের ছড়াছড়ি। এমন সংবাদ পেয়ে রোববার রাত ১২টার দিকে অনুষ্ঠান স্থলে যান ইউএনও মো. শাহ আলম মিয়া। যাত্রাপালার নামে অসামাজিক কর্মকাণ্ডের সত্যতা পেয়ে তাৎক্ষণিক অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি। এ সময় আয়োজকেরা গা ঢাকা দেন।
এদিকে যাত্রাপালা বন্ধের পর থেকে একটু আড়ালে চলে যাওয়ায় বলাকা শিল্পগোষ্ঠীর কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘নির্ধারিত শর্তে বাররী বাজারের পাশে লোকনাট্য করবে বলে অনুমোদন নেয় বলাকা শিল্পগোষ্ঠী। কিন্তু শর্ত ভঙ্গ করায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।’
নেত্রকোনার মদনে লোকনাট্যের নামে নারীদের ‘অশ্লীল’ নৃত্য পরিচালনার অভিযোগে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। গতকাল রোববার রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের এ যাত্রাপালা অনুষ্ঠান বন্ধ করা হয়।
লোকনাট্যের অনুমোদন নিয়ে বলাকা শিল্পগোষ্ঠী নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। তবে যাত্রার নামে সেখানে নারীদের অশ্লীল নৃত্য চলতে থাকে। খবর পেয়ে ইউএনও মো. শাহ আলম মিয়া গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ, মদন থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খানসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বলাকা শিল্পগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের লোকনাট্যের অনুমোদন দেয় প্রশাসন। গত ১৮ এপ্রিল থেকে অনুষ্ঠান শুরু হয়। কিন্তু লোকনাট্যের নামে চলছিল নারীদের অশ্লীল নৃত্য। এর আড়ালে চলছিল জুয়া ও মাদকের ছড়াছড়ি। এমন সংবাদ পেয়ে রোববার রাত ১২টার দিকে অনুষ্ঠান স্থলে যান ইউএনও মো. শাহ আলম মিয়া। যাত্রাপালার নামে অসামাজিক কর্মকাণ্ডের সত্যতা পেয়ে তাৎক্ষণিক অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি। এ সময় আয়োজকেরা গা ঢাকা দেন।
এদিকে যাত্রাপালা বন্ধের পর থেকে একটু আড়ালে চলে যাওয়ায় বলাকা শিল্পগোষ্ঠীর কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘নির্ধারিত শর্তে বাররী বাজারের পাশে লোকনাট্য করবে বলে অনুমোদন নেয় বলাকা শিল্পগোষ্ঠী। কিন্তু শর্ত ভঙ্গ করায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।’
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৮ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১৯ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩৯ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৪৩ মিনিট আগে