দাফনের পরদিন খুদে বার্তা দেখে হত্যা মামলা, ১ মাস পর লাশ উত্তোলন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২৩: ১৪
Thumbnail image
দাফনের এক মাস পর যুবকের তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সানোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল-উল-আহসান, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, জেলার খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী গ্রামের জমশের মিয়ার ছেলে সানোয়ারকে গত ২৪ নভেম্বর সকালে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের কোনো আপত্তি না থাকায় থানা-পুলিশ ও স্থানীয় নেতাদের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই সেদিন লাশ দাফন করা হয়।

পরে সানোয়ারের স্ত্রী তাঁর মোবাইল ফোনে দেখেন, ২৩ তারিখ দিবাগত রাত ১টা ১২ মিনিটে তাঁর ফোনে স্বামীর নম্বর থেকে খুদে বার্তা এসেছিল।

সানোয়ারের স্ত্রী বলেন, ওই খুদে বার্তায় লেখা ছিল—‘আমার মৃত্যুর জন্য ফারুক ব্যাপারী দায়ী’। এ কারণেই সানোয়ারের ভাই মো. দেলুয়ার মিয়া গত ৭ ডিসেম্বর নেত্রকোনার আমলি আদালতে ৭ জনকে আসামি মামলা করেন। আদালত মামলটি রেকর্ডভুক্ত করতে খালিয়াজুরী থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশেই আজ বৃহস্পতিবার কবর থেকে সানোয়ারের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, মামলা করার পর থেকেই আসামিরা পলাতক এবং এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত