ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের শেখ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে মো. আবু বকর সিদ্দিক (৪০) ও একই উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন (৩০)।
আবু বকর সিদ্দিক বিবাহিত জীবনে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে এখনো নিহত দুজনের মধ্যে কি সম্পর্ক তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া থেকে ছেড়ে আসা ত্রিশালমুখী শালবন পরিবহন ও ত্রিশাল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ বিষয়ে আবু বকর সিদ্দিকের প্রতিবেশী একজন জানায়, সে হারুয়া বাজারে অটোরিকশার ব্যবসা করতেন। তিনি কখন, কি কারণে ত্রিশালের দিকে এসেছেন তা কাউকে জানাননি।
আইরিনের ভাগনে সাকিব জানান, পারিবারিকভাবে আবু বকর সিদ্দিকের সঙ্গে আইরিনের কোনো সম্পর্ক নেই। তিনি ময়মনসিংহ শহরে থেকে লেখা পড়া করতেন এবং অনলাইন মার্কেটিং ব্যবসা করতেন।
আইরিনের খালু মো. গোলাম খসরু বলেন, ‘আইরিন আমার বাসায় থেকে মুমিনুন্নেছা সরকারি কলেজে লেখা পড়া করত। ঈদের আগে সে বড় বোনের বাড়ি বেড়াতে উত্তরার দিয়া বাড়ি এলাকায় যায়। দীর্ঘদিন পর উত্তরা থেকে বাড়ি ফেরার পথে ত্রিশাল বালিপাড়া সড়কে দুর্ঘটনায় মারা যায়।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, নিহতদের শরীরের অধিকাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। মোটরসাইকেল ও ঘাতক বাস বর্তমানে ত্রিশাল থানা হেফাজতে রয়েছে। চালত ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের শেখ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে মো. আবু বকর সিদ্দিক (৪০) ও একই উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন (৩০)।
আবু বকর সিদ্দিক বিবাহিত জীবনে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে এখনো নিহত দুজনের মধ্যে কি সম্পর্ক তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া থেকে ছেড়ে আসা ত্রিশালমুখী শালবন পরিবহন ও ত্রিশাল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ বিষয়ে আবু বকর সিদ্দিকের প্রতিবেশী একজন জানায়, সে হারুয়া বাজারে অটোরিকশার ব্যবসা করতেন। তিনি কখন, কি কারণে ত্রিশালের দিকে এসেছেন তা কাউকে জানাননি।
আইরিনের ভাগনে সাকিব জানান, পারিবারিকভাবে আবু বকর সিদ্দিকের সঙ্গে আইরিনের কোনো সম্পর্ক নেই। তিনি ময়মনসিংহ শহরে থেকে লেখা পড়া করতেন এবং অনলাইন মার্কেটিং ব্যবসা করতেন।
আইরিনের খালু মো. গোলাম খসরু বলেন, ‘আইরিন আমার বাসায় থেকে মুমিনুন্নেছা সরকারি কলেজে লেখা পড়া করত। ঈদের আগে সে বড় বোনের বাড়ি বেড়াতে উত্তরার দিয়া বাড়ি এলাকায় যায়। দীর্ঘদিন পর উত্তরা থেকে বাড়ি ফেরার পথে ত্রিশাল বালিপাড়া সড়কে দুর্ঘটনায় মারা যায়।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, নিহতদের শরীরের অধিকাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। মোটরসাইকেল ও ঘাতক বাস বর্তমানে ত্রিশাল থানা হেফাজতে রয়েছে। চালত ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
১ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
১ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে