নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে তলিয়ে যাওয়া বাড়িঘর থেকেও পানি ধীরে ধরে নামছে। তবে সেখানের মানুষের দুর্ভোগ কমেনি। এলাকায় নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শঙ্কায় স্বাস্থ্যসেবা দিতে গঠন করা হয়েছে মেডিকেল টিম।
জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করায় বর্তমান সময়ে সেখানের মানুষের মাঝে নানা রোগ দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। তাই তাদের স্বাস্থ্যসেবা দিতে পানি বিশুদ্ধকরণ ট্যালেটসহ প্রয়োজনীয় ওষুধ নিয়ে ৮৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিমগুলো বন্যার পানি ওঠা এলাকাগুলোয় কাজ করছে।
তা ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সংশ্লিষ্ট সবাই কাজ করছে। আশা করছি স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা হবে না। সবাই চিকিৎসা পাবেন বলেন, সিভিল সার্জন।
স্থানীয়রা জানিয়েছেন, জেলার কলমাকান্দা, সদর, বারহাট্টা ছাড়াও হাওরাঞ্চলের মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীতে পানিবন্দী মানুষের সংখ্যা কমে প্রায় ১০ হাজারে নেমে এসেছে। যেসব এলাকায় বাড়ির আঙিনা থেকে পানি নেমেছে সেখোনেও কাদায় সয়লাব থাকায় ঘর থেকে বের হতে দুর্ভোগে আছেন সেখানের মানুষ। গবাদিপশু, শিশুখাদ্যের সংকটের পাশাপাশি সুপেয় পানিরও সংকট রয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেছেন, কলমাকান্দা পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ ছাড়া জেলার হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চলছে। নদ-নদীর পানিও কমছে।’
নেত্রকোনায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে তলিয়ে যাওয়া বাড়িঘর থেকেও পানি ধীরে ধরে নামছে। তবে সেখানের মানুষের দুর্ভোগ কমেনি। এলাকায় নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শঙ্কায় স্বাস্থ্যসেবা দিতে গঠন করা হয়েছে মেডিকেল টিম।
জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করায় বর্তমান সময়ে সেখানের মানুষের মাঝে নানা রোগ দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। তাই তাদের স্বাস্থ্যসেবা দিতে পানি বিশুদ্ধকরণ ট্যালেটসহ প্রয়োজনীয় ওষুধ নিয়ে ৮৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিমগুলো বন্যার পানি ওঠা এলাকাগুলোয় কাজ করছে।
তা ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সংশ্লিষ্ট সবাই কাজ করছে। আশা করছি স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা হবে না। সবাই চিকিৎসা পাবেন বলেন, সিভিল সার্জন।
স্থানীয়রা জানিয়েছেন, জেলার কলমাকান্দা, সদর, বারহাট্টা ছাড়াও হাওরাঞ্চলের মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীতে পানিবন্দী মানুষের সংখ্যা কমে প্রায় ১০ হাজারে নেমে এসেছে। যেসব এলাকায় বাড়ির আঙিনা থেকে পানি নেমেছে সেখোনেও কাদায় সয়লাব থাকায় ঘর থেকে বের হতে দুর্ভোগে আছেন সেখানের মানুষ। গবাদিপশু, শিশুখাদ্যের সংকটের পাশাপাশি সুপেয় পানিরও সংকট রয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেছেন, কলমাকান্দা পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ ছাড়া জেলার হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চলছে। নদ-নদীর পানিও কমছে।’
গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। এতে ওই প্রকৌশলীকে প্রকল্পের টাকা ছাড়ে এক ঠিকাদারের কাছে ৬ শতাংশ ঘুষ দাবি করতে শোনা যায়।
৪ ঘণ্টা আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম) সেতুর জন্য অধিগ্রহণ করা জমি দখলের মহোৎসব চলছে। ১০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬০ মিটার সেতুর দুই পাড়ের অধিকাংশ জমি এরই মধ্যে দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে ঘর ও দোকান। সেসব ভাড়া দিয়ে টাকা নিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী।
৪ ঘণ্টা আগে‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৫ ঘণ্টা আগে