Ajker Patrika

অবশেষে সরানো হয়েছে ঝুলে থাকা কাঁঠালগাছ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০১ জুন ২০২২, ২১: ৩১
অবশেষে সরানো হয়েছে ঝুলে থাকা কাঁঠালগাছ

অবশেষে ঝড়ের কবলে উপড়ে পড়া সেই কাঁঠালগাছটি বিদ্যুতের (৪০০ ভোল্টেজের লাইন) তারের ওপর থেকে সরানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ অফিসের লোকজনের উপস্থিতিতে গাছের মালিক মো. ইব্রাহিমের তত্ত্বাবধানে গাছটি কেটে সরানো হয়।

জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের টিঅ্যান্ডটি রোডে ঝড়ের কবলে উপড়ে কাঁঠালগাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে। ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়কের ওপরেই ঝুলে ছিল গাছটি। অনেক দিন হয়ে গেলেও গাছটি কাটার উদ্যোগ না নেওয়ায় আতঙ্কে ছিল স্থানীয় পথচারীসহ আশপাশের বাসিন্দারা। 

গাছের মালিক ইব্রাহিম বলেন, ‘বিদ্যুৎ অফিসের টালবাহানার কারণে এত দিন দেরি হয়েছে। নয়তো আরও আগেই গাছটি কেটে তারের ওপর থেকে সরানো হতো।’ 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) সৈকত মাহমুদ বলেন, বিষয়টি সম্বন্ধে আমি আগে অবগত ছিলাম না। জানার পর দ্রুত লোক পাঠিয়ে গাছটি তারের ওপর থেকে সরানো হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার আজকের পত্রিকার অনলাইনে ‘গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে দ্রুত গাছটি সরানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত