নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওর থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে হত্যার পর আগুন দিয়ে মুখ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার তেতুলিয়া গ্রামের পূর্বদিকে ডিঙাপোতা হাওর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ওই যুবকের আনুমানিক বয়স ৩৩–৩৫ বছর। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে হাওরে কাজের জন্য আসা স্থানীয় লোকজন এক যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পায়। হত্যার পর গায়ে থাকা শার্ট–প্যান্ট খুলে তাতে আগুন দিয়ে ওই যুবকের মুখ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাহেব আলী পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন চন্দ্র দাসসহ থানা–পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তেতুলিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল মিয়া বলেন, ‘ওই যুবক আমাদের আশপাশের এলাকার নয়। এলাকার হলে মুখ পোড়া থাকলেও হাত–পা দেখেও চিনতে পারতেন স্বজনেরা। আমাদের ধারণা, দূরের কোনো এলাকা থেকে পরিকল্পনা করে ওই যুবককে এখানে নির্জন হাওরে রাতে ডেকে এনে হত্যা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন করা হোক।’
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাতনামা ওই যুবককে গলা কেটে হত্যার পর তাঁর পরনের কাপড় খুলে আগুন ধরিয়ে মুখ পুড়িয়ে দেয় হত্যাকারীরা। মূলত পরিচয় লুকানোর জন্যই এ কাজ করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আঙুলের ছাপের সহায়তায় লাশের পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পিবিআই।
তিনি বলেন, সব দিক বিবেচনায় নিয়ে গুরুত্ব দিয়ে এ ঘটনা তদন্ত করা হচ্ছে। দ্রুতই এই হত্যার রহস্য উদ্ঘাটন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে লাশের ময়নাতদন্তের জন্য বিকেলে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে জানান ওসি।
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওর থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে হত্যার পর আগুন দিয়ে মুখ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার তেতুলিয়া গ্রামের পূর্বদিকে ডিঙাপোতা হাওর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ওই যুবকের আনুমানিক বয়স ৩৩–৩৫ বছর। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে হাওরে কাজের জন্য আসা স্থানীয় লোকজন এক যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পায়। হত্যার পর গায়ে থাকা শার্ট–প্যান্ট খুলে তাতে আগুন দিয়ে ওই যুবকের মুখ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাহেব আলী পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন চন্দ্র দাসসহ থানা–পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তেতুলিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল মিয়া বলেন, ‘ওই যুবক আমাদের আশপাশের এলাকার নয়। এলাকার হলে মুখ পোড়া থাকলেও হাত–পা দেখেও চিনতে পারতেন স্বজনেরা। আমাদের ধারণা, দূরের কোনো এলাকা থেকে পরিকল্পনা করে ওই যুবককে এখানে নির্জন হাওরে রাতে ডেকে এনে হত্যা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন করা হোক।’
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাতনামা ওই যুবককে গলা কেটে হত্যার পর তাঁর পরনের কাপড় খুলে আগুন ধরিয়ে মুখ পুড়িয়ে দেয় হত্যাকারীরা। মূলত পরিচয় লুকানোর জন্যই এ কাজ করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আঙুলের ছাপের সহায়তায় লাশের পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পিবিআই।
তিনি বলেন, সব দিক বিবেচনায় নিয়ে গুরুত্ব দিয়ে এ ঘটনা তদন্ত করা হচ্ছে। দ্রুতই এই হত্যার রহস্য উদ্ঘাটন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে লাশের ময়নাতদন্তের জন্য বিকেলে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে জানান ওসি।
রাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
৯ মিনিট আগেফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
১৯ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
১ ঘণ্টা আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১ ঘণ্টা আগে