বকশীগঞ্জে মাঠে আওয়ামী লীগেরই পাঁচজন

জামালপুর প্রতিনিধি
Thumbnail image

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবার সরগরম হয়ে উঠেছে জামালপুরের বকশীগঞ্জ। পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর ঘরোয়া প্রচারে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।

আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার ভোট হবে। এ জন্য ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। এতে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে ১২টি ভোটকেন্দ্রে মোট ৩৫ হাজার ৫৩৮ জন ভোটার তাঁদের ভোট প্রদান করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভা নির্বাচন উপলক্ষে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে না হওয়ায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সিদ্ধান্তহীনতায় রয়েছেন।

বকশীগঞ্জ পৌরসভা ২০১৩ সালে গঠন হলেও ২০১৯ সালে প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর প্রথম মেয়র নির্বাচিত হন। এবার কে হবেন মেয়র, তা নিয়ে এখন বকশীগঞ্জে চলছে আলোচনা। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে জানান দিতে ঘরোয়া প্রচার-প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন কৌশলে তাঁরা ভোট প্রার্থনা করে যাচ্ছেন। শুক্রবার জুমার নামাজের সময় সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া চাইছেন।

বর্তমান পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ‘আমি গতবার দেড় হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। এবার ২০ হাজার ভোটে বিজয়ী হব।’ তিনি বলেন, পৌর নাগরিকদের সেবা দিয়ে তাঁদের আস্থা অর্জন করেছেন তিনি। তাই আবারও তাঁকে পৌরবাসী মেয়র হিসেবে নির্বাচিত করবেন।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল বলেন, ‘অপরিকল্পিত পৌরসেবা থেকে পরিকল্পিত পৌরসভা গড়তে চাই। আর সেই আধুনিক পৌরসভা করার লক্ষ্যে জনগণের বিপুল ভোটে বিজয়ী হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত