নারীকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢালার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২০: ৩৮
Thumbnail image

নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে ‘শুদ্ধ’ করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। 

আজ বুধবার দুপুরে বদলগাছী বাসস্ট্যান্ড চারমাথা মোড়ে একটি বেসরকারি সংস্থার ব্যানারে এই মানববন্ধন হয়। 

সংস্থাটির প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রোগ্রাম কর্মকর্তা জুলেখা আক্তার, অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার মোহন আলী, কর্মকর্তা আমিনুল ইসলামসহ অনেকে। 

এ সময় বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। 

গত সোমবার সকালে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নারীর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ‘শুদ্ধ’ করার অভিযোগ উঠে স্থানীয় মাতবরদের বিরুদ্ধে। পরে ওই দিন রাতে গৃহবধূ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গ্রাম্য মাতবর বিমল পাহান (৩৮), সুবাস পাহান (৪৫) ও ভবেস পাহান (৫২)। অপর দুই আসামি রঞ্জনা রানী ও শংকরি পলাতক আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত