আ.লীগের ২ পক্ষের ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৬: ১৭
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আওয়ামী লীগের দুই পক্ষের ককটেল বিস্ফোরণে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার মরদানা-আইয়ুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কবজি বিচ্ছিন্ন হওয়া যুবক ওই এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম (৩৫)। অপর দুই আহত হলেন মর্দানা মহল্লার কেটু মড়লের ছেলে আমিনুল হক (৩৫) এবং বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দনা-আইয়ুব বাজারে আব্দুল গ্রুপ ও ইসমাইল গ্রুপের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ইসমাইল গ্রুপের রবিউলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। এ ছাড়া আহত দুজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে জানতে আব্দুল ও ইসমাইলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁদের পাওয়া যায়নি। 

ককটেল বিস্ফোরণে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত