মান্দায় ইজারাকৃত বিলের মাছ হরিলুট

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৮: ৩৯
মান্দার কুরকুচি বিল। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মান্দা উপজেলায় ইজারা নেওয়া একটি বিলের মাছ লুটের অভিযোগ উঠেছে। বিলের অন্তত ৮-৯ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। আজ মঙ্গলবার উপজেলার কুরকুচি বিলে এ ঘটনা ঘটে।

বিল ইজারাদার পরিতোষ চন্দ্র হালদার বলেন, ১ নম্বর খতিয়ানভুক্ত ৩৮ দশমিক ৯৪ একর আয়তনের কুরকুচি বিল বাংলা ১৪৩১ থেকে ১৪৩৩ সন পর্যন্ত ইজারা দেয় জেলা জলমহাল ইজারা কমিটি। সর্বোচ্চ ১১ লাখ টাকা মূল্যে বিলটি ইজারা নেয় ঘোনা মৎস্যজীবী সমবায় সমিতি। ইজারা নেওয়ার পর বিলটিতে খাবার, পরিচর্যা ও পাহারা বসিয়ে মাছ চাষ করা হয়।

আজ সকালে হঠাৎ করেই মান্দা উপজেলার শালদহ, ঘোনা, ভারশোঁ ও মশিদপুর এবং রাজশাহীর তানোর উপজেলার বিহারুল, মির্জাপুর ও মাদারীপুরসহ আশপাশ গ্রামের শতাধিক লোক নৌকা ও জাল নিয়ে বিলে ঢোকে। এরপর তারা বিলের অন্তত ৮-৯ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাৎক্ষণিক জানানো হয়েছে।

জানতে চাইলে মাছ লুটের নেতৃত্ব দেওয়া বিহারুল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মান্নান বলেন, ‘এত দিন আওয়ামী লীগের লোকজন বিলটি দখলে রেখে মাছ লুটেপুটে খাচ্ছিল। এতে করে এলাকার মৎস্যজীবীরা মাছ শিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন সময় বদলে গেছে। তাই প্রকৃত মৎস্যজীবীরা ওই বিল থেকে মাছ শিকার করে নিয়ে গেছেন।’ বিলটি ইজারা না দিয়ে আবার উন্মুক্ত করার দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, সংবাদ পেয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এসি ল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত