Ajker Patrika

১২৫ কোটি টাকার প্রকল্প বন্ধে ডিও দিয়েছেন এমপি ওদুদ: অভিযোগ পৌর মেয়রের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৮: ২১
১২৫ কোটি টাকার প্রকল্প বন্ধে ডিও দিয়েছেন এমপি ওদুদ: অভিযোগ পৌর মেয়রের

১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঠেকাতে সাতটি ডিও লেটার দিয়েছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ—এমন অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। আজ বুধবার পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। 

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। 

মেয়র মোখলেসুর রহমান বলেন, ‘আমি বিগত আড়াই বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, পৌরসভার কীভাবে উন্নয়ন করা যায়। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে পৌরসভার কয়েকটি কাজের উদ্বোধন করা হয়েছে। 

পৌরসভার কাজ কখনো সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধন করা হয় না। এ এখতিয়ার শুধু মেয়রের। সংসদ সদস্য যাতে কোনোভাবে বিরক্ত না হয়ে পৌরসভার উন্নয়নের স্বার্থে আমার সঙ্গে কাজ করেন। কিন্তু আমি যে কাজগুলো নিয়ে এসেছি, সংসদ সদস্য তাঁর বিপক্ষে ডিও লেটার দিয়েছেন।’ 

তিনি বলেন, এক মাসের মধ্যে পৌরসভায় ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার হবে। সেই প্রকল্প বন্ধে সংসদ সদস্য সাতটি ডিও লেটার দিয়েছেন। 

পৌর মেয়র আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি।’ 

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল ওদুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন হয়েছে। এখানে মেয়রের কোনো কৃতিত্ব নেই। 

আব্দুল ওদুদ বলেন, ‘মেয়র শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তাঁর ব্যর্থটা ঢাকার জন্য আমার ওপর দায় চাপাচ্ছেন।’ সংসদ সদস্যকে ছাড়া মেয়র কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। 

পৌরসভার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত