লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইমোতে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকায়া গ্রামের লোকমান সরদারের ছেলে স্বাধীন মিয়া (২২) ও বাকনাই গ্রামের রুস্তম আলীর স্ত্রী সামিয়ারা ইয়াসমিন (৪৫)। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা (পশ্চিমগাও) গ্রামের মোছা. রাহানা খাতুন লালপুর থানায় ইমো প্রতারণার একটি মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয় লালপুরের সোহাগ মিয়া, স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনের যোগসাজশে রাহানা খাতুনের ছেলে মো. অপু মিয়া (২২) ও মেয়ের স্বামী মো. রুবেল মিয়ার (৩৩) সঙ্গে প্রতারণা করে ৭০ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন। পরে পুলিশ স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে এই প্রতারক চক্র ইমোর মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের টাকা হাতিয়ে নিত। অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
নাটোরের লালপুরে ইমোতে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকায়া গ্রামের লোকমান সরদারের ছেলে স্বাধীন মিয়া (২২) ও বাকনাই গ্রামের রুস্তম আলীর স্ত্রী সামিয়ারা ইয়াসমিন (৪৫)। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা (পশ্চিমগাও) গ্রামের মোছা. রাহানা খাতুন লালপুর থানায় ইমো প্রতারণার একটি মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয় লালপুরের সোহাগ মিয়া, স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনের যোগসাজশে রাহানা খাতুনের ছেলে মো. অপু মিয়া (২২) ও মেয়ের স্বামী মো. রুবেল মিয়ার (৩৩) সঙ্গে প্রতারণা করে ৭০ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন। পরে পুলিশ স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে এই প্রতারক চক্র ইমোর মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের টাকা হাতিয়ে নিত। অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে