নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বগুড়ার তিন উপজেলায় আটক ২১ 

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

বগুড়ায় তিন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার বগুড়ার শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। 

আটক ব্যক্তিদের মধ্যে শেরপুরে ৬ জন, ধুনটে ৬ জন এবং নন্দীগ্রামে ৯ জন রয়েছে। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিভিন্ন কেন্দ্রের আশপাশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৬ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বিভিন্ন ভোটকেন্দ্র ও তার আশপাশে থেকে ৬ জনকে আটক করা হয়েছে। 

অপরদিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করে থানায় রাখা হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, প্রার্থীর এজেন্ট হিসেবে মোবাইল ফোন ব্যবহারসহ বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। ভোটগ্রহণ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত