নাটোরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তুলে নিয়ে মারধর: যুবলীগের কর্মীসহ গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১৫: ২১
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৫: ৪১

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে (৪৫) তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী নাজমুল হক বাবু (৩২) ও সুমন আহমেদ (৩০)। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (তদারক) আশরাফুল ইসলাম জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এদিকে গতকাল রাতে আহত চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন ও বাবুকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জমা দেন দেলোয়ার। এর পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জোর করে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন ও তাঁর সহযোগীরা। পরে রাতে তাঁকে আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যান। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত