সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় নাগর নদের ভাঙনে তাজপুর পাকা সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষজন। এ সড়কটির প্রায় ২০০ মিটার নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়ে পড়েছে। ভাঙনে যে কোনো মুহূর্তে ছোটবড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তাজপুর ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় ২০০ মিটার পাকা সড়ক নাগর নদে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় হাজারো যানবাহনসহ সাধারণ মানুষজন।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে টানা বর্ষণ ও নাগর নদের পানির তোড়ে তাজপুর ব্রিজ সংলগ্ন পাকা সড়কের প্রায় ২০০ মিটার অংশ ভেঙে পড়ে। পরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে ভাঙা অংশে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে নাটোর পানি উন্নয়ন বোর্ড। এতে সড়কটি সাময়িক সময়ের জন্য রক্ষা করা গেলেও পরবর্তীতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। তারপর থেকে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষজন চলাচল করছেন।
স্থানীয় কৃষক নজরুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে উপজেলা সদরের সঙ্গে তাজপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী আত্রাই উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক জনসাধারণ চলাচল করেন। দীর্ঘ দিন ধরে সড়কটির এক পাশ ভেঙে নদীতে বিলীন হতে চলেছে। এতে কৃষিপণ্য আনা-নেওয়া ও চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। একবার যদি ভারী বর্ষণ শুরু হয় তাহলে সড়কটি সম্পূর্ণ বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
তাজপুর ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, বর্ষার আগেই ভাঙা অংশ মেরামত করা হবে।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মকলেছুর রহমান বলেন, এরই মধ্যে জায়গাটি পরিদর্শন করেছি। আশা করছি দ্রুতই মেরামত করা হবে।
নাটোরের সিংড়ায় নাগর নদের ভাঙনে তাজপুর পাকা সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষজন। এ সড়কটির প্রায় ২০০ মিটার নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়ে পড়েছে। ভাঙনে যে কোনো মুহূর্তে ছোটবড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তাজপুর ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় ২০০ মিটার পাকা সড়ক নাগর নদে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় হাজারো যানবাহনসহ সাধারণ মানুষজন।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে টানা বর্ষণ ও নাগর নদের পানির তোড়ে তাজপুর ব্রিজ সংলগ্ন পাকা সড়কের প্রায় ২০০ মিটার অংশ ভেঙে পড়ে। পরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে ভাঙা অংশে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে নাটোর পানি উন্নয়ন বোর্ড। এতে সড়কটি সাময়িক সময়ের জন্য রক্ষা করা গেলেও পরবর্তীতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। তারপর থেকে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষজন চলাচল করছেন।
স্থানীয় কৃষক নজরুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে উপজেলা সদরের সঙ্গে তাজপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী আত্রাই উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক জনসাধারণ চলাচল করেন। দীর্ঘ দিন ধরে সড়কটির এক পাশ ভেঙে নদীতে বিলীন হতে চলেছে। এতে কৃষিপণ্য আনা-নেওয়া ও চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। একবার যদি ভারী বর্ষণ শুরু হয় তাহলে সড়কটি সম্পূর্ণ বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
তাজপুর ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, বর্ষার আগেই ভাঙা অংশ মেরামত করা হবে।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মকলেছুর রহমান বলেন, এরই মধ্যে জায়গাটি পরিদর্শন করেছি। আশা করছি দ্রুতই মেরামত করা হবে।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
৫ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
২৭ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৩৭ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে