পাবনার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

পাবনা ও চাটেমাহর প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৯: ১৯
আপডেট : ২২ মে ২০২৪, ০৯: ৫৯

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়। তবে ভোটারের উপস্থিতি ছিল কম। 

ইভিএমে প্রাপ্ত সব ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহমেদ মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

চাটমোহর উপজেলায় ৮৭টি ভোটকেন্দ্রের ফলাফলে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (আনারস) ৩৯ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৬২ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ১৮.০১ শতাংশ। 

এ ছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম (টিউবওয়েল) ২৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পান্না (চশমা) পেয়েছেন ১২ হাজার ৭৬৩ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে ওবায়দুল ইসলাম (উড়োজাহাজ) ৪ হাজার ৯০৮ ভোট এবং হুমায়ন কবির (তালা) ১ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফিরোজা পারভীন (ফুটবল) ১৯ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাবিনা ইয়াসমিন (কলস) পেয়েছেন ১৯ হাজার ৪১৪ ভোট। অপর প্রার্থী আরেফিন আক্তার লিলি (হাঁস) পেয়েছেন ৬ হাজার ২৭৫ ভোট। 

ভাঙ্গুড়া উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রের ফলাফলে স্থানীয় সংসদ সদস্যের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল (মোটরসাইকেল) ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম মেছবাহুর রহমান রোজ (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট। অপর প্রার্থী মো. বাকিবিল্লাহ (আনারস) পেয়েছেন ৫৪১ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ৩৩.৭৯ শতাংশ। 

এ ছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গোলাম হাফিজ (টিউবওয়েল) ৩০ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদুর রহমান (তালা) পেয়েছেন ৩ হাজার ১৯২ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিদা পারভীন আঁখি (হাঁস) ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কানিজ ফাতেমা (ফুটবল) পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট। অপর প্রার্থী আমেনা খাতুন (কলস) পেয়েছেন ৪ হাজার ৩৪২ ভোট। 

ফরিদপুর উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রের ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার (দোয়াত-কলম) ১২ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) পেয়েছেন ১২ হাজার ৪০০ ভোট। 

অপর প্রার্থীদের মধ্যে আলী আশরাফুল কবির (হেলিকপ্টার) পেয়েছেন ৫ হাজার ৪১৬ ভোট, আব্দুল হালিম (কৈ মাছ) ৫ হাজার ১১৪ ভোট, নুরুল ইসলাম (কাপ-পিরিচ) ২ হাজার ৩৭২ ভোট, মোহাম্মদ হেদায়েতুল্লাহ (ঘোড়া) ২ হাজার ২১২ ভোট এবং গোলাম হোসেন গোলাপ (আনারস) ১ হাজার ৯৩২ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ৩৭.৪৬ শতাংশ। 

এ ছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল গফুর প্রামাণিক (উড়োজাহাজ) ১৮ হাজার ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিয়াউর রহমান (তালা) পেয়েছেন ১৪ হাজার ৬৮৫ ভোট। অপর প্রার্থী সাইদ মোহাম্মদ আবুল এহসান (চশমা) ৮ হাজার ৬২৯ ভোট পেয়েছেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছরিন আলম (কলস) ২৪ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন পারভীন (ফুটবল) পেয়েছেন ১৭ হাজার ৮৯ ভোট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত