Ajker Patrika

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া ২ বিএনপি নেতার সন্ধান মিলেছে

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৯: ২৪
ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া ২ বিএনপি নেতার সন্ধান মিলেছে

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১৫ দিন পর বগুড়ার দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে। তাঁদের একজন নিজেই বাড়িতে ফিরেছেন। আর অপরজন পরিবারের কাছে ফোনে জানিয়েছেন নিরাপদে আছেন। শিগগিরই বাড়ি ফিরবেন। এই দুই বিএনপি নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। 

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই নেতার পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাঁদের ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। 

আনোয়ারের মা রমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার বাড়ি এসেছে। সে সুস্থ ও ভালো আছে। তবে এত দিন কোথায় ছিল সে ব্যাপারে কিছু বলছে না।’ 

অপর বিএনপি নেতা দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী ফোন করে জানায় খুব শিগগিরই বাড়ি ফিরবে। তবে কোথায় আছে সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।’ 

উল্লেখ্য, ২০ ডিসেম্বর দুই বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে। ঘটনার পর থেকে বগুড়া জেলা পুলিশ দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

এদিকে ২৬ ডিসেম্বর বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বগুড়ার কাহালু উপজেলার দুই বিএনপি নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ থাকার বিষয় উল্লেখ করেন এবং তাঁদের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা জেনেছি একজন বিএনপি নেতা বাড়িতে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত