রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত আবেদন শুরু হবে আগামীকাল রোববার থেকে। চার ধাপে অনুষ্ঠিত চূড়ান্ত আবেদনের প্রথম ধাপ চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
প্রদীপ কুমার আরও বলেন, প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারীকে নির্বাচিত করা হয়েছে। তাঁরা ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন।
চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপ শুরু হবে ১৭ এপ্রিল, চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। তৃতীয় ধাপে আবেদন করা যাবে ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। সর্বশেষ চতুর্থ ধাপে আবেদন শুরু হবে ১ মে, যা চলবে ২ মে, রাত ১২টা পর্যন্ত।
এর আগে গত ১৫ মার্চ প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ২৭৩ জন আবেদন করেন। তবে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করায় ৩ ইউনিট মিলে মোট আবেদন পড়ে ৪ লাখ ১ হাজার ৪১৪টি।
এদিকে গতবারের মতো এবারও বিভিন্ন বিভাগে ৯০টি আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ১৬৮টি আসন কমিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা উপকমিটির প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম।
উপ-উপাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আমরা শিক্ষার প্রয়োজনীয় উপকরণ দিতে পারছি না। এ ছাড়া আমাদের হলগুলোয় আবাসন সংকট রয়েছে। যার ফলে শিক্ষার্থীদের মেসের মালিকদের ওপর অনেকখানি নির্ভরশীল হতে হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগগুলোর দেওয়া তালিকা অনুযায়ী আসনসংখ্যা কামানো হয়েছে। শিক্ষার গুণগত মান বজায় রাখতে আমরা আসনসংখ্যা কমিয়েছি। বিভাগ এবং ইনস্টিটিউটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী বছরগুলোয় আমরা আরও কিছু আসন কমিয়ে আনতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, কলা অনুষদের ইংরেজি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০টি করে মোট ২০টি আসন কমানো হয়েছে। পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ১০টি করে মোট ২০টি আসন কমানো হয়েছে বিজ্ঞান অনুষদে। বিজনেস স্টাডিজ অনুষদে আসন কমানো হয়েছে ৪০টি। এর মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি এবং ফাইন্যান্স বিভাগে ২০টি করে আসন কমানো হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫টি এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে ৫টি আসন কমানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত এ, বি ও সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৪ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত আবেদন শুরু হবে আগামীকাল রোববার থেকে। চার ধাপে অনুষ্ঠিত চূড়ান্ত আবেদনের প্রথম ধাপ চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
প্রদীপ কুমার আরও বলেন, প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারীকে নির্বাচিত করা হয়েছে। তাঁরা ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন।
চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপ শুরু হবে ১৭ এপ্রিল, চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। তৃতীয় ধাপে আবেদন করা যাবে ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। সর্বশেষ চতুর্থ ধাপে আবেদন শুরু হবে ১ মে, যা চলবে ২ মে, রাত ১২টা পর্যন্ত।
এর আগে গত ১৫ মার্চ প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ২৭৩ জন আবেদন করেন। তবে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করায় ৩ ইউনিট মিলে মোট আবেদন পড়ে ৪ লাখ ১ হাজার ৪১৪টি।
এদিকে গতবারের মতো এবারও বিভিন্ন বিভাগে ৯০টি আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ১৬৮টি আসন কমিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা উপকমিটির প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম।
উপ-উপাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আমরা শিক্ষার প্রয়োজনীয় উপকরণ দিতে পারছি না। এ ছাড়া আমাদের হলগুলোয় আবাসন সংকট রয়েছে। যার ফলে শিক্ষার্থীদের মেসের মালিকদের ওপর অনেকখানি নির্ভরশীল হতে হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগগুলোর দেওয়া তালিকা অনুযায়ী আসনসংখ্যা কামানো হয়েছে। শিক্ষার গুণগত মান বজায় রাখতে আমরা আসনসংখ্যা কমিয়েছি। বিভাগ এবং ইনস্টিটিউটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী বছরগুলোয় আমরা আরও কিছু আসন কমিয়ে আনতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, কলা অনুষদের ইংরেজি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০টি করে মোট ২০টি আসন কমানো হয়েছে। পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ১০টি করে মোট ২০টি আসন কমানো হয়েছে বিজ্ঞান অনুষদে। বিজনেস স্টাডিজ অনুষদে আসন কমানো হয়েছে ৪০টি। এর মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি এবং ফাইন্যান্স বিভাগে ২০টি করে আসন কমানো হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫টি এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে ৫টি আসন কমানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত এ, বি ও সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৪ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে