বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাগ্বিতণ্ডার জেরে এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আহত ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৬) মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ফাহিম মেডিকেলের ২৫ তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
ফাহিমকে ছুরিকাঘাত করে ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীর (৫৫) ছেলে শাকিল বেপারি (২৫)। এ ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও তাঁর বাবা ফরিদকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
মেডিকেল ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছিলেন ফরিদ বেপারী এবং তাঁর ছেলে শাকিল। তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ফাহিম। ঝালমুড়ি খেতে ভালো না লাগায় তিনি ঝালমুড়ির প্যাকেট দিয়ে বিক্রেতা ফরিদের মাথায় আঘাত করেন। এ সময় ফরিদের পাশে থাকা তাঁর ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।
পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ফরিদ বেপারীকে আটক করে।
এদিকে ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু করেছে মেডিকেল শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচারের দাবির পাশাপাশি ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।
শজিমেক শিক্ষার্থী ওয়াসিম বলেন, ‘বহিরাগত একজন মানুষ তুচ্ছ কারণে ছুরিকাঘাত করেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ফুটপাতের এসব বিক্রেতারা ক্যাম্পাসের ভেতরে এসেও ব্যবসা করে। বেসরকারি অ্যাম্বুলেন্সেও কিছু বহিরাগত থাকে। কলেজ এলাকা এবং ফুটপাত থেকে সব বহিরাগতকে উচ্ছেদ করতে হবে। দ্রুত অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করতে হবে।’
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই সারিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শাকিলকে ধরতে অভিযান চলছে। মেডিকেল এরিয়ায় পুলিশ মোতায়েন আছে।’
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাগ্বিতণ্ডার জেরে এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আহত ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৬) মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ফাহিম মেডিকেলের ২৫ তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
ফাহিমকে ছুরিকাঘাত করে ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীর (৫৫) ছেলে শাকিল বেপারি (২৫)। এ ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও তাঁর বাবা ফরিদকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
মেডিকেল ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছিলেন ফরিদ বেপারী এবং তাঁর ছেলে শাকিল। তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ফাহিম। ঝালমুড়ি খেতে ভালো না লাগায় তিনি ঝালমুড়ির প্যাকেট দিয়ে বিক্রেতা ফরিদের মাথায় আঘাত করেন। এ সময় ফরিদের পাশে থাকা তাঁর ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।
পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ফরিদ বেপারীকে আটক করে।
এদিকে ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু করেছে মেডিকেল শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচারের দাবির পাশাপাশি ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।
শজিমেক শিক্ষার্থী ওয়াসিম বলেন, ‘বহিরাগত একজন মানুষ তুচ্ছ কারণে ছুরিকাঘাত করেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ফুটপাতের এসব বিক্রেতারা ক্যাম্পাসের ভেতরে এসেও ব্যবসা করে। বেসরকারি অ্যাম্বুলেন্সেও কিছু বহিরাগত থাকে। কলেজ এলাকা এবং ফুটপাত থেকে সব বহিরাগতকে উচ্ছেদ করতে হবে। দ্রুত অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করতে হবে।’
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই সারিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শাকিলকে ধরতে অভিযান চলছে। মেডিকেল এরিয়ায় পুলিশ মোতায়েন আছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে