নাটোর প্রতিনিধি
নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।
ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।
ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
২২ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
২৮ মিনিট আগে