সাবেক এমপি মেরিনা–চয়নসহ ৫ জনের নামে চাঁদাবাজির মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি  
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২২: ১৭
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ২২: ৫৬
মেরিনা জাহান–চয়ন ইসলাম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, তার বোন মেরিনা জাহান কবিতাসহ পাঁচজনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা আমলি আদালতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) আশরাফুল আলম।

মামলার আসামিরা হলেন–সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ও তার বড় বোন একই আসনের সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তাঁর ছেলে সুমগ্ন করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. টিপু এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামলার বাদী শাহাদৎ হোসেন ২০২২ সালের ২৫ জুন শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে একটি জমি ভাড়া নিয়ে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা ৯০ লাখ সেফটি বালু এক কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন।

২৬ জুন তৎকালীন সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তাঁর ছেলে এবং ভাই চয়ন ইসলামসহ আসামিরা বালু বিক্রিতে বাঁধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে ধরে নিয়ে মারধর এবং হত্যার হুমকি দেয়। পরে ওই বালু আসামিরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় মাস ধরে বিক্রি করেন।

এতে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এতদিন পর আদালতে মামলা করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে সাবেক দুই সংসদ সদস্যদের মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত